পৃথিবীর ঋতু

সায়ন বিশ্বাস (৩১,৮৮২) | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কোনো দেশে শীত যে ভারী
কোনো দেশে গরম,
কোনো দেশে দারুণ বসন্ত
মিষ্টি রোদটাই নরম।

কোনো দেশে বর্ষাতে যে
জল থই থই করে
কোনো দেশে সোনালী ধান
হেমন্তে উঠে ঘরে।

একেক দেশের একেক ঋতু
একেক রকম দেখায়,
হরেক রকম ঋতুগুলো যে
নানা কিছু শেখায়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বাস
পরবর্তী নিবন্ধস্বপ্ন