স্বদেশ-প্রতিমা

নীলাঞ্জন বিদ্যুৎ | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

স্মৃতিতে-শ্রুততে বলো কেউ বেঁচে থাকে চিরদিন!
নদী নেই নদী ছিলে এখন শরশয্যায় শুয়ে
ক্ষমার মহৎ গুণে অবিরল নিজেকে রাঙাও
তোমার তরুণ রক্তে কাদের দুহাত ভিজে ভিজে যায়।
ভাটিবাংলার দেশে নদীর বিরুদ্ধে তারা কারা?

তুমুল হননপর্বে জেগে ওঠে আদিম বাসনা
অমন কপিশ চোখে শান দেয় লোভের করাত
শেষে নদীহীন দেশ! রক্তে ভাসে স্বদেশ-প্রংতিমা।

নদী মানে নও শুধু দূরাগত সুরের সুঘ্রাণ
বিপন্ন বিলাসে নও রংধনুর ক্ষণিক উচ্ছ্বাস
নির্জল নদীর খাতে বেজে ওঠো জলের গজল
রাখুক তোমার নাম মানুষ আবার ‘সদানীরা’
মাছেরা মিথুনে আর উদ্ভিদ সবুজে তৃপ্ত হোক
মৃত্তিকার কোষে কোষে প্রাণ পাক জীবনের ভ্রুণ।

পূর্ববর্তী নিবন্ধনক্ষত্রের ঘুম
পরবর্তী নিবন্ধশৈত্য প্রবাহ