বুনো আঠালির গান

রিমঝিম আহমেদ | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

রাত্রি তার প্রবাল খুলে দিয়ে শুয়ে আছে

সমুদ্রশঙ্খের জ্বর ছড়িয়ে পড়ছে জলে

আমি বসে থাকি, নিবিড় পাথর

বহুজন্ম ধরে নিরক্ষর বৃষ্টির গীতিকবিতা পড়ে

জমিয়ে রাখি প্রার্থনাকৌশল

কোথায় ঈশ্বর? তাঁর রক্তচক্ষু কার ঘুমঘোরে রটিয়ে দিচ্ছে মৃত্যুরটনা?

পোশাকি সুখের দিকে তাকিয়ে সব ফুল সকরুণ ঝরে যায়

উড়ে যায় সব অর্জিত মহিমা

শেষাবধি মানুষের কী থাকে মাধুরি?

পূর্ববর্তী নিবন্ধমৃত মাছের মতো
পরবর্তী নিবন্ধসংগীতানুরাগীদের জন্য সংগীতে পিতা-পুত্র