বৃক্ষরোপণ

তোষাদ রায়হান | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

গ্রীষ্মকালে বৃক্ষরোপণ

নইতো কাজের কাজ

বর্ষা আসুক, ধৈর্য ধরুন,

তখন লাগান গাছ।

যখন তখন মন চাইলেই

সব কাজ যায় না করা

তপ্ত রোদে গাছ লাগালে

সহজেই যাবে মারা।

প্রতি বাড়ির খালি জায়গায়

আসুন গাছ লাগাই

নিজ বাড়িকে বাগান দ্বারা

মনের মতো সাজাই।

উষ্ণতা কমাতে, ছায়া বাড়াতে

বৃক্ষরোপণ বৃদ্ধি হোক

তাতেই হবে সবুজায়ন

কমবে রোগ, কমবে শোক।

পূর্ববর্তী নিবন্ধচরম বিপাকে শ্রমজীবী মানুষ
পরবর্তী নিবন্ধকানাডায় আসবেন? কী ভিসায় আসবেন?