শৈত্য প্রবাহ

এস ডি সুব্রত | শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

উত্তরের হাড় কাঁপানো ভীষণ ঠান্ডা
অথবা কুয়াশা মোড়ানো দিনমান
রুক্ষতা জীর্ণতা উৎরে যাই
প্রভাব ফেলে না তেমন কিছুতেই,
শুধুমাত্র তোমার সাড়া না পেলে
মৃদু কিংবা তীব্র শৈত্য প্রবাহ
বয়ে যায় ভেতরে-বাহিরে
একরাশ দৈন্যতা সত্তায় অনুভবে
মননে-মগজে সেঁটে থাকে।

পূর্ববর্তী নিবন্ধস্বদেশ-প্রতিমা
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের সমুজ্জ্বল বীরত্বের গাথা