স্কুল দাবা প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চল জোন-১ এর প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৫ পূর্বাহ্ণ

সারা দেশ থেকে স্কুল দাবাড়ু সৃষ্টির একটি বড় প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। আর এই লক্ষ্যে সারা দেশে শুরু হয়েছে স্কুল দাবা প্রতিযোগিতা। চট্টগ্রাম অঞ্চলকে দুটি জোনে ভাগ করা হয়েছে। গতকাল জোন-১ এর প্রতিযোগিতা শুরু হয়েছে। যা শেষ হবে আজ। আগামীকাল শুরু হবে জোন-২ এর প্রতিযোগিতা। বাংলাদেশ দাবা ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত মার্কস অ্যাক্‌টিভ স্কুল দাবা প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চলের জোন-১ এর প্রথম দিনের খেলা শেষে সবার উপরে রয়েছে সরকারী মুসলিম হাই স্কুল রুলেক্স। গতকাল প্রতিযোগিতার ৩য় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে রয়েছে হাজী মোহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়, সেন্ট প্লাসিড্‌স স্কুল এন্ড কলেজ কিং, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কিং এবং চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় ডে। এই জোন থেকে ৮জনকে বাছাই করা হবে এরপর জোন-২ থেকে বাছাই করা হবে ৮ জনকে। আবার এই দুই জোনের দাবাড়ুদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল শুরু হওয়া এই দাবা প্রতিযোগিতায় চট্টগ্রামের ৭০ টি স্কুলের প্রায় ৪২০ জন দাবাড়ু অংশগ্রহণ করেছে। ৭ রাউন্ডের খেলা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা থেকে শুরু করে ৮ জনকে বাছাই করা হবে পরের রাউন্ডের জন্য। এদিকে গতকাল সকালে সিজেকেএস জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। চট্টগ্রামের পুলিশ সুপার ও সিজেকেএস এর সহ-সভাপতি এস এম শফিউল্লাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান মহসিন জামান পাপ্পু, সম্পাদক তনিমা পারভীন, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আব্দুল আহাদ, আবদুল মালেক, এস এম তারেক, সদস্য কামরুল ইসলাম, শারফিন কবির লিসা প্রমুখ। জোন-১ এর খেলার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে মাষ্টার আব্দুল মালেক বাপ্পী।

পূর্ববর্তী নিবন্ধআবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম
পরবর্তী নিবন্ধকাস্টমসকে উড়িয়ে শতদলের প্রথম পয়েন্ট