আবুধাবি টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আয়োজিত টি-টেন ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসর। এর আগে ২৬ সেপ্টেম্বর টি-টেন লিগের ড্রাফট অনুষ্ঠিত হবে। তামিম ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে নাম আছে জেসন রয়, ডেভিড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স এবং জেমস ভিন্সের মতো ক্রিকেটারদের।
এদিকে টি-টেনের দল বাংলা টাইগার্স ইতোমধ্যে আইকন ও অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম নিশ্চিত করেছে। এর আগে ২০১৭ আসরে পাখতুনসের হয়ে খেলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম। টুর্নামেন্টের অভিষেক আসরে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদির নেতৃত্বে ওই দলটি সেমিফাইনালেও খেলেছিল। সেবার আসরে নিজের প্রথম ম্যাচেই ২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত ছিলেন তামিম।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্ট ২০ দিনেও পুরস্কার পায়নি ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধস্কুল দাবা প্রতিযোগিতার চট্টগ্রাম অঞ্চল জোন-১ এর প্রতিযোগিতা শুরু