ঘুষ নেওয়ার দায়ে রাশিয়ায় আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

রাশিয়ায় আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। তিনি হলেন লেফট্যানেন্ট জেনারেল ভালদিম শামারিন। বড় অংকের ঘুষ নেওয়ার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এক মাসে দেশটিতে চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হলেন। বুধবার দেশটির এক সামরিক আদালত রায়ে জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগ পরিদপ্তরের প্রধান শামারিনকে দুই মাস জেলে থাকতে হবে। খবর বাংলানিউজের। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এতথ্য জানায়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৯০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধদ্বিতীয় রোগীর মস্তিষ্কে চিপ বসানোর প্রস্তুতি নিচ্ছে নিউরালিংক