সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ওরশ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ

| রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৯ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.) এর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)’র পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.) সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার মাইজভাণ্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটির উদ্যোগে মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেন মাইজভাণ্ডারী স্পেশাল ফোর্স (এমএসএফ) এর ১০০ সদস্য ও ওরশ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আগত স্বেচ্ছাসেবকরা। মাইজভাণ্ডারী স্পেশাল ফোর্স ও অন্য স্বেচ্ছাসেবকরা ওরশে আগত ভক্তদের সার্বিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা বিধান করছে। এছাড়া ওরশ উদযাপন উপলক্ষে ভক্তদের নিরাপত্তা বিধান এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিবছরের মতো এবারও দেশবিদেশের অসংখ্য ভক্তঅনুরক্ত অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে আইটি সেক্টরের ভূমিকা রয়েছে