সেন্ট প্ল্যাসিডস স্কুলে আইসিটি কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আইসিটি কুইজ ও প্রোগ্রমিং কনটেস্ট গত ২৭ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। তিনি শিশুদের সুপ্ত প্রতিভার কথা তুলে ধরেন এবং তাদের মাঝে যথেষ্ট সম্ভাবনা বিদ্যমান বলে উল্লেখ করেন। তিনি পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত সৃজনশীল বইয়ের পঠন পাঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের মেধা-মনন-সৃজনশীলতা বিকাশে ব্যাপক ভূমিকার কথা তুলে ধরেন। চট্টগ্রাম প্রেেকৗশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কৌশিক দেব তাঁর বক্তব্যে বেকার সমস্যা সমাধানে প্রোগ্রামিংএর গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার সুব্রত লিও রোজারিও শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ সাধনে সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় আইসিটির আবশ্যকতা ব্যক্ত করেন। উপাধ্যক্ষ স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাতঙ্ক ভয়ের বিষয় নয় সচেতনে রক্ষা পাওয়া সম্ভব
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনারের সঙ্গে এনআরবি সিআইপি এসোর মতবিনিময়