সুরের পথে ছুটে চলছেন রাজীব

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

২০০৭ সালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত ‘রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা’র মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান তরুণ গায়ক স্বপ্নীল রাজীব। সেই প্রতিযোগিতায় প্রথম মান অর্জন করেন শুদ্ধ সুরে গাওয়া এই গায়ক। পাঁচ বছর পর ২০১২ সালে স্বনামেই তিনি প্রকাশ করেন নিজের প্রথম একক অ্যালবাম। এরপর গত নয় বছরে বিভিন্ন মিঙড অ্যালবাম ও নাটকে প্রায় ২০টি গানে তিনি। তাছাড়া বিভিন্ন প্রাইভেট চ্যানেলসহ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সংগীতশিল্পী হিসেবে নিয়মিত গান করে আসছেন। পাচ্ছেন শ্রোতাদের ভালোবাসাও। বর্তমানে বেশকিছু মৌলিক গান নিয়ে কাজ করেছেন স্বপ্নীল রাজীব ।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পাচ্ছে ‘নোনাজলের কাব্য’
পরবর্তী নিবন্ধর‌্যাম্পে হাঁটবেন দীঘি