লোকালয়ে জালের ঘেরায় আটকা পড়ল অজগর

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় সবজি ক্ষেতে জালের ঘেরায় আটকা পড়া একটি অজগরের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বসতঘর সংলগ্ন ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। গতকাল বিকেল ৩টার দিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে সাপটি অবমুক্ত করা হয়েছে।

পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সকালে তার বসতঘর সংলগ্ন সবজি ক্ষেতে জালের ঘেরায় একটি অজগর সাপের বাচ্চা আটকা পড়া অবস্থায় দেখতে পান। সাপটির যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা নেয়া হয়। পরে সাপটি উদ্ধারপূর্বক অবমুক্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়। খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে একটি টিম এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠিয়ে সাপটি উদ্ধার করে অভয়ারণ্য রেঞ্জে নিয়ে আসা হয়। উদ্ধার করা অজগর সাপের বাচ্চাটির আনুমানিক বয়স ৬ মাস এবং ওজন প্রায় ৬ কেজি। এটি ইন্ডিয়ান পাইথন প্রজাতির একটি অজগর।

পূর্ববর্তী নিবন্ধজলাতঙ্ক ঠেকাতে রাঙ্গুনিয়ায় কুকুরের টিকা প্রদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক ইন্ডাস্ট্রি টক