ডিটি রোডে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা

৮ ব্যবসায়ীকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরের ডিটি রোডে ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসা করার দায়ে আট ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ডিটি রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডিতরা ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি ফুটপাত ও রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় আদালত।

পূর্ববর্তী নিবন্ধ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক ইন্ডাস্ট্রি টক
পরবর্তী নিবন্ধকাল মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা