সুখের উচ্ছ্বাস

হাসনা বানু | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

সোনালী সবুজক্ষেতে বয় সমীরণ ঢেউ।
তার সাথে নেচে যায় কাঁঠালের মৌ।
পান্তা হাতে মোচা ভাতে চলছে কৃষাণী।
মাঝে মাঝে পিছু দেখে জীর্ণ ঘরখানি…

মাঝ পথে থেমে যায় শীর্ণ পা দুখানি।
পিছু সে হটে না কভু, আছে দৃঢ় মনোবল।
ধানের শীষে দোল দেখে আঁখি ছলছল।

নবান্নের উৎসবে করে সে উল্লাস!
আনন্দ মুছে দেয় ঘামে ভেজা ঘাস।
কৃষাণীর গৃহে নামে সুখের উচ্ছ্বাস।

পূর্ববর্তী নিবন্ধআমরা সামাজিক সংগঠন কেন করবো
পরবর্তী নিবন্ধকাজী জাহাঙ্গীরের গল্প : চলমান জীবনের চিত্র