মেয়ের বিয়ে দেয়া হলো না আবছারের, ঘাতক বাসেই প্রাণ গেল তার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর ২নং ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাতার প্রবাসী মোহাম্মদ আবসার এসেছিলেন তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিধি বাম। তার সেই প্রত্যাশা আর পূর্ণ হয়নি। গতকাল শনিবার হাটহাজারীনাজিরহাট মহাসড়ক কালীদাশ চৌধুরীহাট প্রকাশ মইগ্যার সংলগ্ন সংঘরাজ শীলালংকার সড়কের মাথায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি না ফেরার দেশে চলে গেছেন।

তিনি পাঁচ কন্যা সন্তানের পিতা, আগে ৪ মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে না থাকায় এই বয়সেও প্রবাস জীবন যাপন করছিলেন। বিগত চার মাস পূর্বে তিনি বাড়িতে এসেছিলেন। আগামী দুই মাস পর তিনি পুনরায় তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা। সড়ক দুর্ঘটনায় নিহত ২নং ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলী হামজা মিস্ত্রির বাড়ির মৃত সামশুল হকের পুত্র সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আবসার ভাই মোঃ মুছা জানান, তার বড় ভাই গত চার মাস পূর্বে বাড়িতে এসেছিলেন। গতকাল তার পারিবারিক প্রয়োজনে তিনি হাটহাজারী গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে দুর্ঘটনার তার মৃত্যু হয়। তাঁর মেয়ে বিয়ের কথাবার্তা চলছিল। আগামী কয়েক দিনের মধ্যে বিয়ের কথা চূড়ান্ত হওয়ার কথা ছিল। বিয়ের পর পুনরায় তিনি তাঁর মধ্যপ্রাচ্যের কাতার কর্মস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্তও ছিল। কিন্তু বিধি বাম তিনি তার মেয়েকে পাত্রস্থ করার দায়িত্ব পালন করতে পারেননি। এক মর্মান্তিক দুর্ঘটনায় তার পরিবারের স্বপ্ন মাটিতে মিশে গেছে।

পূর্ববর্তী নিবন্ধএমভি আবদুল্লাহর চিফ অফিসারের পরিবারের উপর হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধশাটলে নবজাতকের বস্তাবন্দি মরদেহ