ক্ষমা করুন প্রিয় রব

রেশমা আনোয়ার | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

একটি শিশু গতকাল বিকেলে পৃথিবীর আলো দেখেছে। আলহামদুলিল্লাহ। একেবারেই নিষ্পাপ। আমি যখন শিশুটিকে কোলে নিলাম, নিজের অজান্তেই অনুভব করলাম দুচোখের কোণে দুফোঁটা পানি জমে গেলো। ভাবছিলাম এমন নিষ্পাপ ভাবেই আমরা সবাই পৃথিবীতে আসি। মনে মনে বললাম, আল্লাহ আমাকে এই শিশুটার মতোই আবার শিশু বানিয়ে দিন। আমি শিশু হয়েই মরতে চাই। দুদিন এর দুনিয়ায় কি ভীষণ ভয়াবহ ক্ষমতার যুদ্ধ। ঘরে বাইরে, আশে পাশে, কর্মস্থলে। উফ! ক্ষমতার লোভে কত শত মিথ্যাচার, হৃদয়ে রক্তক্ষরণ। হে রব, ক্ষমা করুন।

আজ শিশুটিকে দেখে মেট্রোপলিটন হাসপাতাল থেকে বেরিয়ে আসতেই চরম ও একমাত্র সত্যের মুখোমুখি হলেম। আমার সামনে দিয়ে একজনের লাশ বহন করে নিয়ে যাচ্ছে অনেকগুলো মানুষ।এক কোণে দাঁড়িয়ে দোয়া পড়লাম আর ভাবছিলাম হয়তো কিছুক্ষণ পর এভাবেই আমাকে নিয়ে যাবে খাটিয়া করে শুধুমাত্র দুই টুকরো সাদা কাপড় পরিয়ে। সঙ্গে যাবে শূন্য। যাবে কেবল আমার আমল (যদি থাকে)। গাড়ি, বাড়ি, ধন সম্পদ, ক্ষমতা কিচ্ছু সাথে যাবে না। রবের কাছে ক্ষমা চাইবার শেষ ইচ্ছাটাও শেষ হয়ে যাবে। হে রব, ক্ষমা করুন।

পূর্ববর্তী নিবন্ধনারী পুরুষের পারস্পরিক সহযোগিতায় সুখী পরিবার
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে