আমরা সামাজিক সংগঠন কেন করবো

শরীফ হাসান | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনহিতকর কর্ম সম্পাদনের নিমিত্তে সম্পূর্ণ অরাজনৈতিক অ-লাভজনক হিসেবে গঠিত সংগঠনকে ‘সামাজিক সংগঠন’ বলে। সামাজিক সংগঠন কেন করবো? প্রথম কারণ হচ্ছে তারুণ্যে। আমরা আমাদের এই সময়টা অর্থাৎ ১৮ থেকে ৩০/৩৫ বছর সময়টা আমরা লেখাপড়া, টিউশন কিংবা চাকরির মধ্যে দিয়েই চালাই। একটু খেয়াল করে দেখবেন, লেখাপড়া কিংবা চাকরি দিনের ২৪ ঘণ্টা না, এর বাইরে অনেক সময় আমরা বন্ধু বান্ধব, আড্ডা, ফেসবুক চালিয়ে কাটিয়ে দেই। অলস সময় ব্যয় করি ঘণ্টার পর ঘণ্টা। এ সময়টা যদি আমরা সমাজ বা সামাজিক কাজে ব্যয় করি, তাহলে তো আমাদের কোন ক্ষতি হচ্ছে না, বরং লাভবান হচ্ছি। কারণ আমাদের উদ্যোগের আর প্রচেষ্টার দ্বারা সমাজের উন্নয়ন হলেই আমরা তরুণরা লাভবান। আমাদের কল্যাণেই আসবে এই উন্নয়ন।

পূর্ববর্তী নিবন্ধমশার জ্বালায় অতিষ্ঠ নগরবাসী
পরবর্তী নিবন্ধসুখের উচ্ছ্বাস