সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসদরে ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকালে এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিদারুল আলম এমপি। সীতাকুণ্ড স্রাইন কমিটির দানকৃত ১০ শতক জায়গার উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নির্মিত উক্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, শওকত আলী জাহাঙ্গীর, মডেল থানার ওসি আবুল কালাম, ওসি (তদন্ত) সুমন বনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ভূমি দানকারী স্রাইন কমিটির সভাপতি অ্যাডভোকেট সাধনময় ভট্টাচার্য, সহ-সভাপতি সুখময় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন সিদ্দিকী, মোস্তফা খাজা আহম্মেদ, মো. ফেরদাউস, ফখরুল ইসলাম, আমিনুল হক, মাহবুবুল হক, আবু বক্কর সিদ্দিকী, আবুল কালাম, রফিকুল আলম, আব্দুল হাদি, জহিরুল আলম, রফিকুল আলম, মোহাম্মদ মিয়া, জামাল উদ্দিন, মোহাম্মদ ইসহাক খাইরুজ্জামান, পৌর কাউন্সিলর দিদারুল আলম এপোলো, জুলফিকার আলী শামীম, বারৈয়ারঢালা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শিহাব উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশেখেরখীলে গরু চুরি করতে এসে হামলা অস্ত্র ফেলে পালাল চোরের দল
পরবর্তী নিবন্ধপ্রথম আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু