প্রথম আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

| বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

শুরু হলো বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে প্রথম আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে গত ২৮ মার্চ সকালে বিটিভি চট্টগ্রামের ড্রামা স্টুডিওতে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন।
এসময় বক্তারা বলেন, বিতর্ক মানুষের চিন্তার নান্দনিকতা বৃদ্ধি করে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত বিতর্কচর্চার প্রতি মনোযোগী হওয়া। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন বক্তারা।
উদ্বোধনী দিনে বিতর্কে অংশ নেন চাঁদপুর সরকারি কলেজ ও পাবনা ক্যাডেট কলেজ। প্রথম আনঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এবার চট্টগ্রামের ১৭টিসহ দেশের ৪৮টি কলেজ অংশ নিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধজমির টপ সয়েল বাণিজ্যে ছেলে স্বজন যারাই জড়িত ব্যবস্থা নিন