জমির টপ সয়েল বাণিজ্যে ছেলে স্বজন যারাই জড়িত ব্যবস্থা নিন

আইনশৃঙ্খলা কমিটির সভায় হুইপ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়ায় পুলিশ প্রশাসন ও কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় জমির টপ সয়েল কাটার উৎসব চলছে। অনেকে মৎস্য প্রকল্পের অনুমোদন নিয়ে অবৈধভাবে মাটি বিক্রি করে বাণিজ্য করে যাচ্ছে। যা আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনার সঙ্গে আমার ছেলে, ভাই কিংবা কোনো আত্মীয়-স্বজন জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, পটিয়ার ক্ষতি হয় এমন কোনো কাজ সহ্য করা হবে না। কোনো জমি অনাবাদি রাখা যাবে না। উপজেলার বিভিন্ন এলাকায় অনাবাদি জমিগুলো কৃষি অফিসের মাধ্যমে চাষাবাদ করা হবে।
তিনি গত সোমবার পটিয়া উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় পরিষদের সভায় উপদেষ্টার বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র অইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, ওসি রেজাউল করিম মজুমদার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দত্ত বড়ুয়া, চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, সরোজ সেন নান্টু, শাহীনুল ইসলাম শানু, ইনজামুল হক জসিম, মো. শফিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৯০