সিজেকেএস জুডো প্রশিক্ষণ শুরু

| মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

উদীয়মান ও প্রতিভাবান তরুণ জুডো খেলোয়াড় সৃষ্টিসহ জুডো খেলার উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লি: এর আর্থিক পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ সিজেকেএস জুডো প্রশিক্ষণ অগতকাল সোমবার বিকাল ৫ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে শুরু হয়েছে। সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লি: এর পরিচালক প্রশাসন ডা. মুজিবুল হক। সিজেকেএস জুডো কমিটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে এবং জুডো কমিটির যুগ্ম সম্পাদক তুলু-উশ-শামস্‌ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জুডো কমিটির সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন সোহেল। এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লি. এর চীফ কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ ইরফান চৌধুরী, সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, নির্বাহী সদস্য দিদারুল আলম প্রমুখ। উল্লেখ্য ১৫দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণে প্রায় ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ প্রধান করবেন জাতীয় ক্রীড়া পরিষদের জুডো প্রশিক্ষক এ.কে.এম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড হারালো শতাব্দী গোষ্ঠীকে