সিএসইতে লেনদেন ২২.৮৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২২.৮৮ কোটি টাক। ৭,৮৩৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৫১.১২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৭৭৬.৯৯ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৮.৫৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৮২.৫৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৩.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫১.৫৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৯,৬৫১.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৬,২৯৮.০৬ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬০ টির, কমেছে ৭৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৯৩ টির।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় বহু লোককে হত্যা করে শিশুদের অপহরণ
পরবর্তী নিবন্ধসৌদির উত্তোলন কমানোর ঘোষণায় বেড়েছে তেলের দাম