সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান

চন্দনাইশে যুবলীগের শান্তি ও সম্প্রীতি র‌্যালি

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৬:৩৪ অপরাহ্ণ

দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলা যুবলীগের উদ্যোগে ‘শান্তি ও সম্প্রীতি র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট থেকে র‌্যালিটি বের হয়ে খানহাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় গাছবাড়িয়া কলেজ গেইট এসে শেষ হয়।

পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক এএসএম মুছা তছলিম ও মুরিদুল আলম মুরাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, আজিজুর রহমান আরজু, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, সিরাজুল ইসলাম চৌধুরী, মো. শাহাজাহান, ইয়াছিন আরাফাত চৌধুরী, ফোরক আহমদ, আনছারুল হক, কৃষ্ণ চক্রবর্ত্তী, সাইফুল ইসলাম শিপন, মফিজুর রহমান মুন্না, মোহাম্মদ হোসেন মাম্মদ, মো. ইসমাইল, সাইফুদ্দিন খালেদ, সরওয়ার উদ্দিন, লোকমান হাকিম, বদি মেম্বার, আ.ন.ম. হাসান চৌধুরী, আবদুর রহমান, শেখ মো. সোহেল, সাখাওয়াত হোসেন টিপু, কাজী খোরশেদ, আজিজ আহমদ চৌধুরী এলিন, আবু সায়েদ, মো. আরিফ, সোহেল হোসেন মন্টু, জহির উদ্দিন হিরু, মুজিবুর রহমান, মাঈনুদ্দিন বাচা, আবদুস সবুর অপু, সুজন সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, এদেশের শান্তি-শৃংখলা বিনষ্ট করতে যারা সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে এসব সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঅরাজকতা সৃ‌ষ্টি না ক‌রে সম্প্রী‌তি বজায় রাখার আহ্বান
পরবর্তী নিবন্ধঅসহায় নারীকে সেলাই মেশিন দিলেন বান্দরবান জেলা প্রশাসক