অরাজকতা সৃ‌ষ্টি না ক‌রে সম্প্রী‌তি বজায় রাখার আহ্বান

বাঁশখালী‌তে সম্প্রী‌তি সমা‌বেশ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৬:০৩ অপরাহ্ণ

বাঁশখালী‌ উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে এক সম্প্রী‌তি সমা‌বেশ ও মানববন্ধন আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকা‌লে অনুষ্ঠিত হয়। ‌

বাঁশখালী উপ‌জেলা ও পৌরসভা আওয়ামী লী‌গ, যুবলীগ, ছাত্রলী‌গের যৌথ উ‌দ্যো‌গে আ‌য়ো‌জিত সমা‌বে‌শে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান প্রতি‌নি‌ধিরাও অংশ নি‌য়ে দে‌শে অরাজকতা সৃ‌ষ্টি না ক‌রে সম্প্রী‌তি বজায় রাখার আহ্বান জানান।

অর্থ মন্ত্রণাল‌য়ের স্থায়ী ক‌মি‌টির সদস্য বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তা‌ফিজুর রহমান চৌধুরীর সা‌র্বিক দিক নি‌র্দেশনায় আলোচনায় অংশ নেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ম‌হিউ‌দ্দিন চৌধুরী খোকা, কালীপু‌রের চেয়ারম্যান এড‌ভো‌কেট শাহাদত আলম, সরল ইউ‌নিয়‌নের চেয়ারম্যান র‌শিদ আহমদ চৌধুরী, চাম্ব‌লের চেয়ারম্যান মু‌জিবুল হক চৌধুরী, বাহারছড়ার চেয়ারম্যান ও উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী বৌদ্ধ স‌মি‌তির সভাপ‌তি রাহুল‌প্রিয় মহাস্থ‌বির, মেত্তা‌প্রিয় ভিক্ষু, বো‌ধিরত্ন ভিক্ষু, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এড‌ভো‌কেট তোফাইল বিন হোছাইন, ‌পৌরসভা যুবলী‌গের আহ্বায়ক মো. হা‌মিদ উল্লাহ, কাউ‌ন্সিলর আবদুর রহমান, আজগর হেছাইন, আবদুল অদুদ লেদু, পূজা প‌রিষ‌দের নেতা উত্তম কারণ, রা‌কেশ দাশ গুপ্ত,‌ মিশু চক্রবর্তী, শংকর ঘোষ, সাজু দাশ, মাওলানা আক্তার হোছাইন, না‌জেমুল হক চৌধুরী, ইমরুল হক চৌধুরী ফা‌হিম সহ বি‌ভিন্ন ইউ‌নিয়ন ও উপ‌জেলা পর্যা‌য়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সহ বাঁশখালী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদা‌য়ের প্রতি‌নি‌ধিরা এ সময় উপ‌স্থিত ছি‌লেন।

সভায় বক্তারা ব‌লেন, কোনো ধ‌র্মে অন্য ধ‌র্মের লোকজ‌নের ওপর হামলার কথা বলা হয়নি। তাই স্বাধীন দেশের সার্ব‌ভৌ‌মত্ব রক্ষায় সবাই‌কে এক‌যো‌গে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধফের বাড়ল সয়াবিন তেলের দাম
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান