অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন বান্দরবান জেলা প্রশাসক

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৬:৪৩ অপরাহ্ণ

বান্দরবানে এক অসহায় নারীকে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দিয়েছেন জেলা প্রশাসক।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আনুষ্ঠানিকভাবে অসহায় নারী ফাতেমা আক্তারকে একটি সেলাই মেশিন বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, জেলা প্রশাসনের এনডিসি কায়েসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাতেমা আক্তার বলেন, “আমি সেলাইয়ের কাজ জানি। প্রশিক্ষণ নিয়ে বুটিকের কাজও শিখেছি কিন্তু সেলাই মেশিন না থাকায় কাজ করতে পারতাম না। জেলা প্রশাসক আমাকে একটি সেলাই মেশিন দিয়েছেন। আমি খুবই আনন্দিত। এটি আমার কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছে।”

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, “মেয়েটি সেলাইয়ের কাজে পারদর্শী। তার নাম ফাতেমা আক্তার। বাড়ি সদরের হাফেজঘোনা এলাকায়। তার হাতের কাজ খুবই ভালো। ইতিমধ্যে মেয়েটিকে দিয়ে আমি কিছু হাতের কাজও করিয়েছি।”

তিনি বলেন, “অসহায়দের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। টমাস ত্রিপুরা নামে একজন প্রতিবন্ধী মোবাইল ফোনের যন্ত্রপাতি মেরামতে পারদর্শী হওয়ায় তাকে একটি মোবাইল ফোন মেরামতের দোকান খুলে দেয়ার উদ্যোগ নিয়েছি।”

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধবৈশ্বিক মহামারিতে আইনের চাকা সচল রাখতে চাই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার