সাকিবকে মিস করেছেন মোমিনুল

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে ঊরুর চোটে মাঠের বাইরে চলে যেতে হয় সাকিবকে। গত তিনদিন ড্রেসিংরুমে উপস্থিত থাকলেও পরে মাঠে নামা হয়নি। তাতে করে সব বিভাগেই অভিজ্ঞ এই অলরাউন্ডারের সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন টেস্ট অধিনায়ক মোমিনুল। ক্যারিবীয়দের কাছে প্রথম টেস্ট হারের পর সাকিবের অভাবটাই বড় করে দেখা হচ্ছে। এবার সাকিবের অবর্তমানে নাঈম-তাইজুল-মিরাজরা ক্যারিবীয় প্রতিরোধে কোনও হুমকি হয়ে দাঁড়াতে পারেননি। এই অবস্থায় ম্যাচ শেষে মোমিনুল জানান, সাকিবের অভাব তিনি অনুভব করেছেন হাড়ে হাড়ে, ‘হ্যাঁ, বলতে পারেন। সাকিব ভাই থাকলে বোলিং অনেক গোছানো হত।
যেহেতু সিনিয়র বোলার, সিনিয়র ব্যাটসম্যান, সবাইকে আগলে রাখতে পারতেন। উনি না থাকায় মিস করেছি, বিশেষ করে বোলিংয়ে।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ ফুটবলার বাছাই ১১ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধএমন পরাজয়ে চরম হতাশ মোমিনুল