সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৪:৪৬ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হল সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সহসভাপতি প্রফেসর ড. শহীদউল্লাহ। দ্বিতীয় পর্বের শুরুতে খেয়াল পরিবেশন করেন শিশু শিল্পী অদ্বিতীয়া বড়ুয়া। তবলায় সহযোগিতা করেন শিল্পী প্রণব ভট্টাচার্য, হারমোনিয়ামে ছিলেন শিল্পী প্রমিত বড়ুয়া এবং তানপুরায় ছিলেন শিল্পী মীর মো. এনায়েতউল্লাহ। নবীন শিল্পীর পরিশীলিত পরিবেশনা উপস্থিত দর্শক-স্রোতাদের বিমল আনন্দ দান করে। এরপর রাগ জয়জয়ন্তী ও যোগ পরিবেশন করেন শিল্পী বিটু শীল। তবলায় সংগত করেন শিল্পী প্রশান্ত ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী রাজিব দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে ‘হাওয়া’ নির্মাণের পেছনের দৃশ্য
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চোরাই মোবাইলসহ আটক ৩