সতত রবীন্দ্রনাথ

ইকবাল বাবুল | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

সে আমার খুব পরিচিত আর সে আমার খুব চেনা

যদি আমি তার নাম মুখে আনি চিনবে না তাকে কে না

তার সাথে আছে সখ্য আমার তার সাথে আছে খাতির

সন্ধান দিছে সে আমাকে এক কী অবাক করা বাতির !

আমি এ বাতির আলোয়

আলোকিত হয়ে এ আমার সবই অর্পন করি ভালোয়

মুছে ফেলি যতো দীনতার রঙ, সরিয়ে সেকালো ঝালর

এসে ভেদ করে সেই রশ্মিটা আলোর

খুশিতে অপার যেই আমি তার করি কবিতার পাঠ

ভাবনায় আঁকি বিস্তৃত এক মাঠ

পেরিয়ে সে মাঠ কতো নদ নদী ছুঁয়ে যাই গিরিচূড়ো

চোখের সমুখে এনে জড়ো করা যেনো সবকিছু পুরো

বিস্ময়ে ভরা সবই

তা’ না হলে আর হওয়া যায় বুঝি সকলের সেরা কবি !

ঋষি ভাবি আমি তাকে

অভাবিত এক ছায়া ফেলে আছে সে আমার বাঁকে বাঁকে

তাই তো এআমি তারই অনুগামীপ্রসাারিত তার হাত

দিবসে ও রাতে রাখি তাকে সাথে সতত রবীন্দ্রনাথ।

পূর্ববর্তী নিবন্ধও রবিঠাকুর
পরবর্তী নিবন্ধচির নতুনের কবি