ও রবিঠাকুর

কেশব জিপসী | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

ও রবিঠাকুর সবখানে দেখি কেবল তোমারি ছবি,

যে কোন দিকে তাকালেই তুমি ধরা দাও এসে কবি।

খুবই আনন্দে হেসে উঠি যদি, তুমি নাচ হাত ধরে,

আমার পৃথিবী তুমি ভরে দাও রঙে রূপে আলো করে।

ঘন বরষায় একটানা সুরে বৃষ্টিটা ঝরো ঝরো,

তাল তমাল ও কদমের শোভা সন্মুখে এনে ধরো।

মন ছুটে যায় কোন অজানায় টের পাই না তো কিছু,

তুমি এসে ঠিক সমুখে দাঁড়াও ভাবনার পিছুপিছু।

শত কষ্ট ও দূর্ভাবনায় হতাশায় দিশেহারা,

দুঃখ ভোলাতে কোমল পরশে তুমি এসে দাও সাড়া।

ও রবিঠাকুর বন্ধু আমার থাকো তুমি পাশে পাশে,

তোমার সঙ্গ পেলেই মানুষ মানুষকে ভালোবাসে।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ঠাকুর
পরবর্তী নিবন্ধসতত রবীন্দ্রনাথ