সকল ধর্মের মূলনীতি সততা

লিপি বড়ুয়া | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

সমগ্র বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের মানুষের বসবাস। ধর্ম ভিন্ন ভিন্ন হলেও সকল ধর্মের মূল নীতি এক আর তা হলো ‘সততা’। যাপিত জীবনে বিভিন্ন চড়াই উতরাই রয়েছে। এই জীবন চলার পথে আমরা কেউ পরিপূর্ণ সুখী সেটা বলতে পারি না। সুখ দুঃখের মহাকাব্যে জীবনের যত আয়োজন নিয়ে এগিয়ে যাই আমরা। সফল হতে হবে এই প্রত্যয় নিয়ে আগামীর পথে আমাদের সুদীর্ঘ পথচলা। সত্যিই যদি জীবনের সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চাই তাহলে সততার সাথে জীবনকে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সৎলোক সর্বক্ষেত্রে পূজ্য। সততা এমন একটি গুণ যা মানুষের ব্যক্তিত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা সবাই জীবনে সফল হতে চাই আর সত্যিকার সফলতার পূর্বশর্ত সততা। সৎভাবে বাঁচার মধ্যে প্রচন্ড রকমের আনন্দ রয়েছে। নিজের আত্মমর্যাদা নিয়ে জীবনের পথ চলতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে সর্বক্ষেত্রে। হোক সেটা পারিবারিক জীবন কিংবা সামাজিক কর্মময় জীবন। সততা এনে দেয় জীবনের পরিপূর্ণতা। যত রকম বাধা আসুক না কেন তবু ও আমাদের সৎভাবে সুন্দর আগামীর পথচলা অব্যাহত রাখতে হবে। একমাত্র সততাই সত্যিকার জীবন গঠনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সততা ও নিষ্ঠার সাথে যদি জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে মৃত্যুর পরও চিরকাল বেঁচে থাকব এই পৃথিবীর বুকে। আমার সৎ কর্ম আমাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল। সততার পুরস্কার স্বয়ং সৃষ্টিকর্তা থেকে অবশ্যই পাব আমরা। তাই সততাই হোক সকলের জীবন পরিচালনার সর্বোৎকৃষ্ট পন্থা।

পূর্ববর্তী নিবন্ধএকজন সমুজ্জ্বল সুবাতাস
পরবর্তী নিবন্ধমানুষের জন্য ক্যান্সার হাসপাতাল