দিন দিন তাপপ্রবাহ বাড়ার কারণ কী

মো. আখতার উদ্দিন চৌধুরী | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

সারাদেশে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তীব্র দাবদাহের কারণে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে জনজীবনে, অসুস্থ্য হয়ে পড়ছে শিশু, বৃদ্ধসহ মাঠে ময়দানে খেঁটে খাওয়া মানুষ। দিনদিন এত দাবদাহ বাড়ছে কেন? এটা কি শুধু বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনের কারণে? তাপপ্রবাহ বাড়ার পেছনে কি আমরা দায়ী নই?

হ্যাঁ পৃথিবীব্যাপী দাবদাহ বাড়ার প্রধান কারণ বৈশ্বিক জলবায়ূ পরিবর্তন, সে সাথে তাপপ্রবাহ বাড়ার পেছনে কিন্তু আমরাও কম দায়ী নই। বর্তমানে আমরা যেভাবে গাছপালা কেটে সবুজ ধ্বংস করছি, পুকুর জলাধার খাল নদী ভরাট করে অপরিকল্পিত ভাবে কংক্রিটের দালানকোঠা তৈরি করে সবুজের পরিবর্তে কংক্রিটের জঙ্গলে নগর গড়ে তুলছি তাতে শহর বন্দর নগরে তাপপ্রবাহ বৃদ্ধিই করছি। তাই আসুন আমরা এই তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর নির্মল পরিবেশ উপহার দিতে খাল নদী পুকুর জলাধার ভরা না করে, বেশি বেশি গাছ লাগিয়ে প্রচণ্ড দাবদাহ কমাতে এগিয়ে আসি।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখের রং
পরবর্তী নিবন্ধগাছ লাগানোর পাশাপাশি গাছ না কাটার শপথও নিতে হবে