আল আমিন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

প্যাথলজি পরীক্ষায় বেশি দাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানাধীন এ কে খান মোড় এলাকার আল আমিন হাসপাতালকে প্যাথলজি পরীক্ষা মূল্য বেশি রাখার দায়ে ৩০ হাজার জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এছাড়া একই অভিযানে নগরীর অলঙ্কার মোড় এলাকার ভিশন ইলেকট্রনিক্সকে চার্জার ফ্যানের দাম বেশি রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত রোববার চলা অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ। জানতে চাইলে তিনি বলেন, আল আমিন হাসপাতাল প্যাথলজি টেস্টের যে মূল্য তালিকা প্রদর্শন করেছে, তার তুলনায় বেশি দাম রাখার প্রমাণ পাওয়ায় তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভিশন ইলেকট্রনিঙকে চার্জার ফ্যানের দাম বেশি রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৯ বছর পর সম্মেলন, শুরু করতেই পৌনে ৩ ঘণ্টা বিলম্ব
পরবর্তী নিবন্ধসর্বজনীন পেনশন স্কিমে এক লাখ গ্রাহক