বান্দরবানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন আনারস প্রতীকে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর। গতকাল সোমবার এগারোটায় বান্দরবানের প্লাজা কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী একেএম জাহাঙ্গীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচন আমার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। উপজেলার চারটি ইউনিয়ন জামছড়ি, রাজবিলা, কুহালং ও টংকাবর্তী এলাকাগুলোতে নির্বাচনী প্রচারণার কাজে না যেতে ভয়ভীতি, হুমকিধমকি অপপ্রচার ছড়ানো হচ্ছে অদৃশ্য ছায়ার ইশারায়। তিনি অভিযোগ করে বলেন, আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। কিন্তু নির্বাচনী মাঠে আমি কোনো ধরনের দলীয় সহযোগিতা পাচ্ছি না। জীবনের নিরাপত্তায় ইতিমধ্যে প্রচার প্রচারণা কমিয়ে দিয়েছি। পরিস্থিতি বিবোচনায় পরবর্তী সিদ্ধান্ত নেব।

মতবিনিময় সভায় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, আলফয়সাল বিকাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গোলাগুলি, কক্সবাজারে কৃষক নিহত
পরবর্তী নিবন্ধগুজব ছড়ালে ছাড় নেই, অবাধ-সুষ্ঠু উপজেলা নির্বাচন উপহার দেয়া হবে