গুজব ছড়ালে ছাড় নেই, অবাধ-সুষ্ঠু উপজেলা নির্বাচন উপহার দেয়া হবে

প্রার্থীদের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আগামী ৮ মে চট্টগ্রামের সন্দ্বীপ, মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন উপহার দেয়া হবে। নির্বাচনে প্রত্যেক প্রার্থী ও তাদের সমর্থকদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ জাল ভোট দিতে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদেরকে চ্যালেঞ্জ করতে হবে। তাদের নিরাপত্তা আমরা দেব। গত সংসদ নির্বাচনে জাল ভোট দেয়ার অপরাধে জেল দেয়া হয়েছে। জাল ভোট প্রদান, কেন্দ্র দখল বা অন্যান্য অজুহাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে কেউ কোনো ধরনের গুজব ছড়ালে ছাড় নেই। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা আপনাদের পাশে থাকবে। নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

গতকাল সকালে নগরীর সার্কিট হাউসে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অনিয়ম হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। যেভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেছি, সেভাবে এ নির্বাচন হবে। কাজেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটাই চাওয়ানির্বাচনকে সুন্দর করতে হবে। যেখানেই কোনো অনিয়ম হবে, কারচুপি বা অন্যায় কার্যক্রম হবে সেখানে প্রিসাইডিং অফিসার ব্যবস্থা নিতে পারবেন। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব বলেন, নির্বাচন কমিশনের বিধিবিধান বা পরিপত্র মেনে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রে বা বাইরে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার তা করব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করবো না।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ডিজিএফআইয়ের উপপরিচালক মোহাম্মদ ইফতেখার, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট সাইফুল্লাহ হাবীব, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার অতনু চাকমা, র‌্যাবের এএসপি মোজাফফর হোসেন, এনএসআইয়ের সহকারী পরিচালক জহিরুল হক, বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরীন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর
পরবর্তী নিবন্ধ৯ বছর পর সম্মেলন, শুরু করতেই পৌনে ৩ ঘণ্টা বিলম্ব