শ্রমিকদের দাবি আদায়ে সরব ছিলেন সিরাজ মিয়া

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সিরাজ মিয়ার মৃত্যুতে গত সোমবার সকাল ১০টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তফাজ্জল হোসেনের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি ও ইউনিয়নের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। তিনি বলেন, মরহুম সিরাজ মিয়া ছিলেন সংগঠন অন্তঃপ্রাণ। এ সেক্টরের হাজার হাজার শ্রমিকের ন্যায্য মজুরি আদায়ের সফল আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছেন। মৃত্যুর আগে তিনি এ সেক্টরের শ্রমিকদের দৈনিক বেতন একশ টাকা বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, সাইফুদ্দিন চৌধুরী দুলাল, ইফতেখার কামাল খান, মীর মো. ইলিয়াছ, বশির আহম্মদ, মো. জসিম উদ্দিন, আবুল হোসেন, মো. পারভেজ হোসেন, অলিউল্লা রাসেল, মো. হানিফ, মো. মহিন উদ্দিন, মো. কাউসার মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০২২ সালের জনশুমারি এবং বাংলাদেশের জনসংখ্যা
পরবর্তী নিবন্ধপাহাড়তলী অঞ্চলে সরকারি স্কুল কলেজ স্থাপন করতে হবে