শুধু প্রাণ-প্রকৃতিই নয় হাসপাতাল হলে ধ্বংস হবে সংস্কৃতিচর্চার ক্ষেত্রও

নববর্ষ উদযাপন পরিষদের বিবৃতি

| মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফুসফুস খ্যাত নগরীর অন্যতম নৈসর্গিক স্থান সিআরবিতে বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠার খবরে উদ্বেগ প্রকাশ করেছে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ। গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, সিডিএ প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপে বাটালি হিল থেকে সিআরবি বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত। এখানে কোনো প্রকার ইমারত বা স্থাপনা নির্মাণে বিধিনিষেধ আরোপ করা আছে। এরপরও কোন যুক্তি ও স্বার্থে সিআরবির মতো স্থানে ৫শ’ শয্যার হাসপাতাল, ১শ’ আসনের মেডিকেল কলেজ ও ৫০ আসনের নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হলো তা চট্টগ্রামবাসীর বোধগম্য নয়। বিবৃতিতে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এখানে হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু প্রাণ-প্রকৃতিই ধ্বংস হবে না একই সঙ্গে চট্টগ্রামের সংস্কৃতিচর্চার ক্ষেত্রও ধ্বংস করে দেয়া হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন গোলাম মোস্তফা কাঞ্চন, হাজী মো. শাহাবুদ্দিন, আবু তাহের মুহাম্মদ, রেজওয়ানুর রহমান খান, স্বপন মজুমদার, হাসান মারুফ রুমী, শামীম আহমেদ, ফারুক তাহের, শীলা দাশ গুপ্তা, সুচরিত চৌধুরী টিংকু, মোরশেদুল আলম, লালন দাশ, শহীদ শিমুল, অপূর্ব নাথ, ডা. চন্দন দাশ, প্রদীপ দেওয়ানজী, এজাজ ইউসুফী, কামরুল হাসান বাদল, সজল চৌধুরী, শাহাবুদ্দিন সাবু, মিলি চৌধুরী, অঞ্চল চৌধুরী, শেখ শওকত ইকবাল, সোহরাব হোসেন, শাহ তামরাজুল আলম, মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঈদের দিন বৃষ্টির আভাস
পরবর্তী নিবন্ধপেগাসাস কী, এটা কীভাবে ফোন হ্যাক করে?