শীতের ভয়

জেসমিন সুলতানা চৌধুরী | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

ছুটির দিনে গ্রামের বাড়ি
কত্তো ভালো লাগে,
শিশির ঝরা হিমেল হাওয়া
বনবাদাড়ে ঘুরতে যাওয়া
নানান স্বপ্ন জাগে ।

টপটপাটপ শিশির বিন্দু
অবিরত ঝরে,
শীতের ভয়ে মা যে আমার
আটকে রাখে ঘরে।

পাড়ার সাথী খেলার সাথী
অনেকেই তো খেলে ,
কী করে যে বোঝাই মাকে
কী’বা হবে গেলে !

ভয়কাতুরে মা যে আমার
সবকিছুতে না ,
দিন ফুরালে ঘরের কোনে
খুশিতে ধিন-তা ।

পূর্ববর্তী নিবন্ধএক যে ছিলো রাক্ষস
পরবর্তী নিবন্ধআড়ি