আড়ি

বাসুদেব খাস্তগীর | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

নীল পাহাড়ের মেঘে দেখি সাগর করে খেলা
মেঘ নেমেছে সাগর জলে মেঘের সারা বেলা।
আকাশ ছুঁয়ে মন হেঁটেছে তেপান্তরের মাঠে
উটকো বাতাস চুল উড়ালো খোলা পুকুর ঘাটে।

নীল চাঁদোয়ায় শাল জড়ানো পাল উড়ানো তরী
নদীর বুকে উঠছে জেগে কোন সে নীলাম্বরী?
ঢেউ খেলানো জলের রঙে খেলছে শাড়ির ভাঁজ
বউ কথা কও লাজুক লতা পরলো মাথায় তাজ।

মাটির কোলের স্বপ্নগুলো উড়ে আকাশ নীলে
বন্ধ মনের চাবিগুলো স্বপ্ন জাগায় মিলে।
বাঁধন ছেড়ার সময় হলো আঁধার হবে দূর
মেঘ পাহাড় আর নদী মিলে তুলছে মধুর সুর।

উঠোন বসে কানটি পেতে শুনছি কলতান
নদীর জলের ঢেউয়ের সাথে কার সে আহবান?
বন্ধ দুচোখ ছন্দ এঁকে অজানায় দেয় পাড়ি
ইচ্ছে করে যা দেখে চোখ তার সাথে দিই আড়ি।

পূর্ববর্তী নিবন্ধশীতের ভয়
পরবর্তী নিবন্ধগাঁয়ের পথে ছুটি