গাঁয়ের পথে ছুটি

ফারুক হাসান | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

শহর মানেই সবটা মেকি মোহের পিছু ছোটা
গ্রামটা হলো সবুজ নীলে একটি গোলাপ ফোটা।
শান্ত শীতল সেই গ্রামে উঠেছি আমি বেড়ে
কাজের তাড়ায় শেকড় আমার আসতে হলো ছেড়ে।

এই শহরে কোথায় যে পাই ঝিঁ ঝিঁ পোকার ডাক
চারদিকে যানবাহনের শুধুই শুনি হাঁক।
আলতো পথে সর্ষে ক্ষেতে জুড়িয়ে যেতো চোখ
এই শহরের বিষের ধোঁয়া শুধুই বাড়ায় রোগ।

কোথায় যে পাই মল্লা-মাঝির কন্ঠে জারি গান
যে গান মুনে দাদু আমার চিবিয়ে যেতো পান।
নানীর হাতে পিঠা পুলি যায় কি ভোলা তবে
জানি নে হায় খেতে আমার কখন সময় হবে।

গাঁয়ের নদী হাতছানি দেয় কুলু কুলু স্বরে
ইট পাথরের এই শহরে প্রাণটা ঘুরে মরে।

পূর্ববর্তী নিবন্ধআড়ি
পরবর্তী নিবন্ধখোকার জন্য খুকির জন্য