খোকার জন্য খুকির জন্য

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

একটি পাখি সকাল থেকে করছে ডাকাডাকি
পাতার পিঠে ভোরের নতুন আলোর মাখামাখি।
ফুল ফুটেছে ফুলের বনে
একলা বসে আপন মনে-
রঙ তুলিতে করছে খুকু খাতায় আঁকাআঁকি।

একটি ফড়িং লাফায় অবুঝ সবুজ ঘাসে ঘাসে
ছুটছে খোকা পিছু, তাকে ধরার আশে আশে
দুরন্ত সে যায় না রোখা
বাবার প্রিয় দুষ্টু খোকা
অতুল স্নেহের ছায়ায় থাকে মায়ের পাশে পাশে।

একটি খোকা খুকু হাসে-খেলে সুরে সুরে
যত্নে আছে মা ও বাবার বুকের পাঁজর জুড়ে।

পূর্ববর্তী নিবন্ধগাঁয়ের পথে ছুটি
পরবর্তী নিবন্ধদিনগুলি সেই