দিনগুলি সেই

বিপুল বড়ুয়া | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

ঢেবার জল যায় ডেকে যায় ‘শুনো
ঝাঁপিয়ে পড়ো তুমি কি ঘরকুনো
এ পাড় ও পাড় সাঁতরে দেখি ছোটো
আনন্দ সুখ মন ভরিয়ে লোটো।’

ঝম ঝমা ঝম মিলের কোলাহল
পেরিয়ে দুপুর মন কাড়ে ফুটবল
ঝুট-ঝামেলায় মিলন সংঘ ম্যাচ
ভেস্তে দেয় সেই পেনাল্টি প্যাঁচ।

বুলবুলের কততো নূতন ধাঁধা
কারো কারো ফর্সা মুখ সাদা
ফজু মিয়ার স’মিলে বসে
ফাঁসাবে কাকে সেই অঙ্ক কষে।

টুনিপুকুর উথালপাতাল করা
মধুফুলের দোল বাতাসে ঝরা
ইটভাটার চিমনি আকাশ ছোঁয়া
দিনরাত্তির উড়ছে কালো ধোঁয়া।

দিনগুলি সেই যায় না ধরা-ছোঁয়া
কোথায় কোথায় কখোন গেছে খোয়া
মেঘে মেঘে কতো বেলা হলো
দিনগুলি সেই কোথায় খুঁজি বলো।

পূর্ববর্তী নিবন্ধখোকার জন্য খুকির জন্য
পরবর্তী নিবন্ধপিরামিডের ভেতরে