শিশুবিশ্ব-এর আয়োজন

গৌতম কানুনগো | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ এবং নজরুল, সাহিত্যের সব শাখায় তাঁদের বিচরণ, তাঁদের কর্ম ও রচনাসমগ্র বাংলা সাহিত্যকে ঋদ্ধ করেছে। বাংলাদেশের জাতীয় সংগীত এবং রণ সংগীতের রচিয়তা ও তাঁরা। গত ২৬ মে শিশু বিশ্বের সভাপতি প্রফেসর ডা: প্রণব কুমার চৌধুরীর সভাপতিত্বে মোমিন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্র নজরুল জয়ন্তী’। উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক বিশিষ্ট আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমুর পরিচালনায় আবৃত্তি শিল্পীদের বৃন্দআবৃত্তি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। তিনি বলেন, রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তাঁরা কাজ করেন নি। তাঁরা বাংলা সাহিত্য ও সংস্কৃতির ভাণ্ডারকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শুভেচ্ছা বক্তব্য দেন বায়েজিদ মডেল স্কুলের সভাপতি মো: মাজহারুল হক এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া। ‘আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ’রবীন্দ্রসংগীত পরিবেশন করে অনুষ্ঠানের ভিন্নমাত্রা যোগ করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আইরিন সাহা। পরপর বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশন করে তিনি দর্শকদের মোহিত করে রাখেন। আমন্ত্রিত অতিথি আইরিন সাহার হাতে উপহার তুলে দেন ডা: প্রণব কুমার চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বাংলা সাহিত্যে তাঁদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আরো উপস্থিত ছিলেন প্রাবন্ধিক পিংকু দাশ, গল্পকার রুনা তাসমিনা, কবি তানজিনা রাহী, আবৃত্তিশিল্পী শামীমা আক্তার, কবি বিভাষ গুহ, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, লেখক শমিষ্ঠা চৌধুরী প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু।

পূর্ববর্তী নিবন্ধবাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া প্রয়োজন
পরবর্তী নিবন্ধপ্রাত্যহিকে রবীন্দ্রনাথ