বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া প্রয়োজন

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

বাজারের প্রতিটি পণ্যের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে জনগণের নাভিশ্বাস উঠেছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও জনগণের আয় বৃদ্ধি পাচ্ছে না। সাধারণত পণ্যের চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহ কম হলে পণ্যের দাম বৃদ্ধি পায়। কিন্তু আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করে দেয়, যা মোটেও উচিৎ নয়। এভাবে চলতে থাকলে দেশের আপামর জনসাধারণের নাভিশ্বাস বেড়ে যাবে। দেশে আইন আছে, কিন্তু বাস্তবে এর প্রয়োগ নেই বললেই চলে। এ অব্যবস্থাপনা ও দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। অসাধু ব্যবসায়ীরা যেন কোনো ভাবেই সিন্ডিকেট করতে না পারে, সে ব্যাপারে তৎপর থাকতে হবে। এ জন্য বাজার নিয়ন্ত্রণের স্বার্থে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যতালিকা প্রত্যেক দোকানের সামনে টানিয়ে রাখা হোক এবং তা বাধ্যতামূলক আইনে পরিনত করা হোক। যাতে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য নিতে না পারে। পাশাপাশি পুলিশ সহ পণ্যবাহী ট্রাক থেকে পথে পথে মাস্তানদের চাঁদাবাজিও বন্ধ করতে হবে। এভাবে বাজার সহ সংশ্লিষ্ট সকল কিছুর উপর স্বচ্ছ মনিটরিং করলে বাজার নিয়ন্ত্রণ অত্যন্ত সহজ হবে, ভোক্তার স্বার্থ চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

ইসমাইল হোসেন

শিক্ষার্থী, হাটহাজারী সরকারি কলেজ

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশেখ ওয়াজেদ আলি : প্রাবন্ধিক ও গল্পকার
পরবর্তী নিবন্ধশিশুবিশ্ব-এর আয়োজন