মা ও শিশু হাসপাতালে দোয়া মাহফিল

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতালের উদ্যোগে দাতা সদস্য, ইউসিবির সাবেক পরিচালক মরহুম সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাসপাতাল কেন্দ্রিয় জামে মসজিদে গতকাল বৃহস্পতিবার খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ আজিজ নাজিমউদ্দিন, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ সাগির, মো. আহসান উল্লাহ, হারুন ইউসুফ, এ এস এম জাফর, ডা. মো. নূরুল হক, মোহাম্মদ মোশাররফ হোসাইন, মো. মনজুরুল আলম চৌধুরী,ডা. এ কে এম আশরাফুল করিম, ফজলুল করিম মুন্না ও শফিকুল ইসলাম টিপু। সভায় বক্তারা বলেন, মরহুম সৈয়দ মোহাম্মদ নুরুদ্দিন ছিলেন মা ও শিশু হাসপাতাল পরিবারের অকৃত্রিম বন্ধু ও মেগা ডোনার। হাসপতালের উন্নয়নে তার অবদান অপরিসীম। তার একক অর্থায়নে হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সহ পূর্ণাঙ্গ কার্ডিওলজি ইউনিট চালু করা হয়। তিনি ছিলেন মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনষ্টিটিউটের স্বপ্নদ্রষ্টা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. জসিম উদ্দিন। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও হাসপাতালের গরীব রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহারাধন চন্দ্র প্রসাদ
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে পানি সমস্যা নিরসনের উদ্যোগ