শিশুদের হাতে আগামী পৃথিবী

এমরান চৌধুরী | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ছোটদের প্রতি ছিল মুজিবের
ভালোবাসা বুক ভরা
অপার স্নেহ প্রাণময় হাসি
মুঠোয় বসুন্ধরা।

যেখানে যেতেন সব শিশুদের
ভাবত রাসেলসোনা
আদর-সোহাগ করত উজাড়
বুকের গহিনে বোনা

গল্প শুনত গল্প শোনাত
কীভাবে তাড়াবে কালো
শিশুরাই ছিল মুজিবের কাছে
হাজার তারার আলো।

জোনাকির মতো থোকায় থোকায়
জ্বলত হাজার তারা
তারাদের গানে আনন্দ বানে
পড়ত তুমুল সাড়া।

শিশুরা হাসত শিশুরা নাচত
গাইত পরান খুলে
কুটির-প্রাসাদ হয়ে যেত এক
যেত ভেদাভেদ ভুলে।

শিশুদের হাতে আগামী পৃথিবী
সোনার বাংলাও তাই
তারাই গড়বে তারাই ছড়াবে
রঙধনু-রোশনাই।

পূর্ববর্তী নিবন্ধশেখ মুজিবুর রহমান
পরবর্তী নিবন্ধহালিশহরে ছাত্রীকে ধর্ষণের পর হত্যা ঘটনায় অভিযুক্ত গ্রেফতার