শেখ মুজিবুর রহমান

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাংলার মাটি আর বাংলার জলে
সবুজিয়া তরুলতা মাঠের ফসলে
বাগানের ফল ফুলে
তটিনীর কূলে কূলে
আঁকা আছে কার ছবি নিয়ে বড়ো শান
মহানেতা শেখ মুজিবুর রহমান।

বাংলার প্রান্তরে বাংলার মাঠে
বাংলার লোকালয় বাংলার হাটে
পাখিদের কলতানে
মাঝিদের সারি গানে
বলো কার বীরগাথা শুনি অফুরান
মহানেতা শেখ মুজিবুর রহমান।

বাংলার মেঠো পথে কিষাণের ঘরে
কামার, কুমোর, জেলে, তাঁতির অন্তরে
বাংলার নীলাকাশে
ঝিরিঝিরি সুবাতাসে
ধ্বনি তুলে দিবারাত বাজে কার গান
মহানেতা শেখ মুজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধনিদ্রা থেকে চিরনিদ্রা
পরবর্তী নিবন্ধশিশুদের হাতে আগামী পৃথিবী