লুটপাট থেকে পরিত্রাণ চাই

| বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। মানুষ তার চিন্তাশক্তি দিয়ে সৃজনশীল সৃষ্টিকর্ম করতে পারে। পৃথিবীতে ঝগড়া,ভেদাভেদ দূরে সরিয়ে সবার জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা অপরিহার্য। পৃথিবী হয়ে উঠবে সুস্থ,সুন্দর যেখানে মানুষে মানুষে হিংসা,দ্বন্দ্ব, অহংকার,ভেদাভেদ থাকবে না। প্রায় সময়ই মানুষের আচরণ বনের হিংস্র পশুর মতো হয়ে থাকে। বর্তমানে মানুষের মধ্যে দ্বন্দ্ব-রেষারেষি একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। গত শনিবার কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচরে পূর্ব শত্রুতার জের ধরে সহিংসতায় তিন জনের প্রাণহানি ঘটেছে যা একেবারেই অপ্রত্যাশিত। প্রাণহানিকে কেন্দ্র করে নিহতদের লোকজন প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাঙচুর,লুটপাট চালিয়েছে। এমনকি নিরাপত্তাহীনতায় কেউ বাড়িতে বসবাস করতে পারছে না। বেরো ধানের মৌসুম হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পাকা ধান ঘরে তোলার জন্য ব্যস্ত থাকতো। উক্ত সহিংসতায় অভিযুক্তদের বিচার বিদ্যমান আইন অনুযায়ী চলবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হউক সেটাই প্রত্যাশা। কিন্তু বাড়ি-ঘরে অন্যায়ভাবে ভাঙচুর,লুটপাট চালানো কতটুকু যোক্তিক? সহিংসতাকে কেন্দ্র করে উভয় স্থানের বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট বন্ধ করা হয় এবং কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভুগে সেজন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ফজলে রাব্বি, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধলেনিন : বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলনের স্রষ্টা
পরবর্তী নিবন্ধআশাহত