আশাহত

মুহাম্মদ শওকত হোসাইন | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর ২য় ঢেউ আমাদেরকে বিপর্যস্ত করে তুলছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর হার খুব বাজেভাবে বেড়ে চলছে। সাথে তাল মিলিয়ে চলছে নিয়ম না মানার লড়াইও। এ সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান ছাড়া আপাত কোন উপায় নেই। এ বিষয়গুলো বজায় রাখতেই সরকার ২য় দফা লকডাউন ঘোষণা করেছে। এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই-এই লকডাউন কোন রাজনৈতিক কর্মসূচি নয়। কিন্তু মহল বিশেষ লকডাউন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার/অপপ্রচার চালানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা লকডাউনের বিরুদ্ধে আন্দোলনও করছে। খুবই হ-য-ব-র-ল অবস্থা কোভিড ভ্যাকসিন নিতে অনীহা, নিয়ম না মানা যদি আমাদের সংস্কৃতি হয় তাহলে আমরা কোন পথে হাঁটছি? তাহলে আমরা কি এ যাত্রায় আশাহত হবো?

পূর্ববর্তী নিবন্ধলুটপাট থেকে পরিত্রাণ চাই
পরবর্তী নিবন্ধছোটবেলা থেকে সন্তানকে যেনো ভালো মানুষ হবার মন্ত্র শেখাই