রোনালদোদের জরিমানার হুঁশিয়ারি উয়েফার

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

ক্রিশ্চিয়ানো রোনালদোর এক কান্ডের জন্য ৪ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এর স্পন্সর কোকা কোলার। রোনালদোর দেখানো পথ অনুসরণ কিংবা নিজের ধর্মীয় অনুভূতির কারণে আরেক পানীয় স্পন্সর হেইনিকিনের বোতল নিজের সামনে থেকে সরিয়ে রেখেছিলেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা। এরপর ইতালির আরেক মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লিও হাটেন রোনালদোর দেখানো পথে। তিনিও সামনে থেকে কোকা-কোলার বোতল সরিয়ে পানির বোতল রাখেন। আর এরপরেই খেলোয়াড়দের এমন কর্মকান্ডের জন্য সতর্কবার্তা শুনিয়েছে উয়েফা। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়মানুযায়ী এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানেই তাঁর সামনে টেবিলে রাখা কোকা কোলার বোতল সরিয়ে সামনে রাখলেন পানির বোতল। কোকা কোলার বোতল সরিয়ে পানির বোতল সামনে রাখতে রাখতে রোনালদো বললেন, কোকাকোলা নয়, পানি খান। আর তাতেই ৪ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ল বিশ্বখ্যাত কোমল পানীয় কোকাকোলা। কোকাকোলা এবারের ইউরোর অফিসিয়াল স্পন্সর। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের কোমল পানীয়ের বোতল রাখে প্রতিষ্ঠানটি। কিন্তুকোকাকোলার বোতল দুটি সরিয়ে দেওয়ার কারণে লোকসানের মুখে পড়তে হচ্ছে স্পন্সরদের। একারণেই এবার খেলোয়াড়দের সতর্কবার্তা দিল উয়েফা। ইউরো ২০২০ এর প্রধান কর্মকর্তা মার্টিন ক্যালেন বলেন, ্তুউয়েফা সকল খেলোয়াড়দের জানিয়ে দিতে চায় যে তারা সকল সহযোগী স্পন্সরদের সাহায্যের জন্যই টুর্নামেন্ট এবং ইউরোপ জুড়ে ফুটবলের উন্নতিতে কাজ করতে পারছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্দান্ত জয়ে কোয়ার্টারের পথে ব্রাজিল
পরবর্তী নিবন্ধআবাহনী-মোহামেডান লড়াই দিয়ে শুরু সুপার লিগ