দুর্দান্ত জয়ে কোয়ার্টারের পথে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

ছন্দে থাকা ব্রাজিল আর নেইমারকে রুখতে পারল না পেরুও। কোপা আমেরিকা কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল ব্রাজিল। একটি করে গোল করেছেন নেইমার, আলেঙ সান্দ্রো, এভেরটন রিবেইরো ও রিচার্লিসন। গতবার ব্রাজিল কোপা আমেরিকা জিতলেও ইনজুরির কারণে খেলতেই পারেননি নেইমার। দেশের মাটিতে অনুষ্ঠিত এবারের কোপায় যেন সেই আক্ষেপটা ঘুচাতে মরিয়া নেইমার। টুর্নামেন্টের শুরু থেকেই আছেন দারুন ফর্মে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। সেই ম্যাচে নেইমার নিজে করেছিলেন একটি গোল। বাকি দুটি করিয়েছিলেন। গতকাল পেরুর বিপক্ষেও ছিলেন সপ্রতিভ। দুর্দান্ত এক গোল করার পাশাপাশি বাকি তিন গোলেও ছিল তার অবদান। গত কোপা আমেরিকার ফাইনালে এই পেরুকে হারিয়েই শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার গ্রুপ পর্বের দেখাতেও পেরে উঠল না পেরু। ম্যাচের প্রথমার্ধে অবশ্য ভালোই লড়াই করেছে দলটি। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণ আর রুখতে পারেনি পেরু। ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের ক্রস থেকে আসা বল ধরে সান্দ্রো পাঠিয়ে দেন জালে। খেলার ৬ মিনিটে পেরুর বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডি-বক্সে নেইমারকে ফেলে দেন পেরুর ডিফেন্ডার। তবে ভিএআরে পেনাল্টির সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। ছয় মিনিট পরই ফ্রেদের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে সামনে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দেন নেইমার। ব্রাজিলের গত চার ম্যাচের প্রতিটিতেই গোল করা নেইমারের জাতীয় দলের হয়ে গোল হয়ে গেল ৬৮টি। ৮৯ মিনিটে তৃতীয় গোল পায় ব্রাজিল। নেইমারের পাস ধরে ব্যবধান ৩-০ করেন রিবেইরো। ম্যাচের অতিরিক্ত সময়ে রিচার্লিসনকে দিয়ে গোল করিয়ে নিয়েছেন নেইমার। যাতে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। শেষ দিকে ফিরমিনো মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত ব্রাজিলের।

পূর্ববর্তী নিবন্ধঅংশীদারত্ব সম্প্রসারণ করলো রাকুতেন ভাইবার-হুয়াওয়ে
পরবর্তী নিবন্ধরোনালদোদের জরিমানার হুঁশিয়ারি উয়েফার